সোমবার, ২৮ Jul ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স: নীলফামারীর সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৫) নামে ৯ম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে।
রোববার দুপুরে (৪ ডিসেম্বর) সৈয়দপুর ওয়াপদা মোড়ের সন্নিকটে রেলপথে এ ঘটনা ঘটেছে।
নিহতের পকেটে থাকা চিরকুটে লেখা ছিল কেউ আমার লাশ পেলে বাসায় ফোন দেবেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পোশাক পরিহিত ওই স্কুলছাত্র তিতুমীর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহত শান্ত রায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।