মোয়াজ্জেম হোসেন:
পটুয়াখালীর কলাপাড়ায় আমন মৌসুমে উফশী আগাম জাতসমূহ চাষাবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন শীর্ষক ফসল কর্তন এবং কৃষক সমাবেশ ও বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটের আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউপির পাখিমারা গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড.মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রানালয়ের সচিব মো. সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য,উপজেলা কৃষি কর্মকর্তা এআর এম সাইফুল্লাহ,নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রায় তিন শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।