সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
অনলাইন ডেক্স:ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযানে ১১ কেজি ওজনের ৯১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, মহেশপুর উপজেলার যাদবপুর ও জীবননগর উপজেলার নিমতলা সীমান্ত এলাকায় মঙ্গলবার পৃথক অভিযান চালানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আব্দুস শুকুর নামে এক চোরাকারবারিসহ ১১ কেজি ৭৩৮ দশমিক ৮১ গ্রাম ওজনের ৯১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার টাকা। আটককৃত আব্দুস শুকুরকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্মকর্তা আরও জানান, স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে।