বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্স: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৮ কেজি গাঁজাসহ মো. রিয়াদ সরদার (৩২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে ৩৮ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৮৫ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।
এই বিষয় তিনি জানান, আটক মাদককারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পেশাদার মাদককারবারি। বেশ কিছুদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকারযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
আটক রিয়াদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ।