বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি সংসদের আয়োজনে চতুর্থ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যায়লয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হক।
উপাচার্য বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত না করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে না। তাই সাংস্কৃতিক সংঘটনগুলোকে পৃষ্ঠপোষকতা করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও অনেক সাংস্কৃতিক সংগঠন আছে। করোনা মহামারীর কারণে তাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিলো। এখন তারা পুরোদমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার প্রমাণ আমাদের চোখের সামনেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আমরা পিছিয়ে থাকবো না। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সব কর্মকাণ্ডে যেন এগিয়ে যেতে পারি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভপতি মোহাম্মদ জহির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আন্যনমা নাসুহা নুহিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ এবং জবি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দীন।
অনুষ্ঠানে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারেক সুজাতকে ‘কবি সম্মাননা’ দেওয়া হয়। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আঠারোতম কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে স্মারক, সনদ এবং বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যায়ল আবৃত্তি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।