শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতির পিতার কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই মরহুম শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ধূলাসার মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল সুবিধা সম্বলিত শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় ধূলাসার মাধ্যমিক বিদ্যালয় প্রান্তে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এমপি, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম, শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে বিদ্যালয় ক্যাম্পাসে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গাছের চারা রোপন করেন এমপি মহিব। এছাড়া বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুলাসার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম জানান, আধুনিক ডিজিটাল সুবিধা সম্বলিত এই ল্যাবে ডিজিটাল হাজিরা, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান সহ সকল শিক্ষা কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। যা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটর করা যাবে।
এদিকে যথাযথ মর্যাদায় শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন অধ্যক্ষ মোঃ মহিবুর রহমান এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, ইউএনও শংকর চন্দ্র বৈদ্য, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি মোঃ জসিম, নির্বাচন অফিসার আবদুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া দিবস টি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।