রবিবার, ১১ মে ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ কাউকে পশ্চাতে রেখে নয় ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন এবারের এ প্রতিপ্যাদ্য বিষয় নিয়ে আজ ১৬ই অক্টোবর রবিবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন বরিশাল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ চত্বরে বিশ্ব খাদ্য দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ আমন্ত্রিত অতিথিরা বর্ণাঢ্য এক র্যালি বের করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল মোঃ হারুন-আর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ নূরুল আলম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল মোসাম্মৎ মরিয়ম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিকসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা দিবসের তাৎপর্য তুলে ধরে পরে আলোচনা করেন।