বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার  গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো নিঃস্ব ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে বরিশালে চীনের ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন চীনের বিশেষায়িত হাসপাতাল ও ৬ লেন রাস্তার দাবীতে কুয়াকাটায় মানববন্ধন নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন
প্রেমিকাকে পরিবারের কাছে ফেরত দিয়েও প্রাণ দিতে হলো হৃদয়কে

প্রেমিকাকে পরিবারের কাছে ফেরত দিয়েও প্রাণ দিতে হলো হৃদয়কে

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রেমিকার পরিবারের করা মামলায় মা-বাবাকে মুক্তি দিতে প্রেমিকাকে ফেরত দিয়েও শেষ রক্ষা হলো না মো. হৃদয় হোসেন (১৯) নামে এক তরুণের। শুক্রবার রাতের প্রথম প্রহরে মৃত্যু হয় তার। স্বজনদের অভিযোগ, প্রেমিকার স্বজনদের মারধর ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ডেফুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার খোকন হাওলাদারের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিশিয়ান। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এমন একটি মৌখিক অভিযোগ পেয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য শনিবার বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তার রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত হৃদয়ের পিতা খোকন হাওলাদার ও মা মারুফা বেগম জানিয়েছেন, কুদঘাটা এলাকার বাসিন্দা অটোচালক জাকির হোসেনের নবম শ্রেনীতে পড়ুয়া মেয়ের সাথে হৃদয়ের প্রেমের সম্পর্ক ছিল।

১৬ অগাস্ট তারা পালিয়ে একটি কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। ওদিকে জাকির হোসেন অপহরণের অভিযোগ করেন থানায়। অভিযোগ পেয়ে হৃদয়ের মা-বাবাকে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ শর্ত দেয় হৃদয় যাকে নিয়ে পালিয়েছে তাকে ফেরত দিলে তার মা-বাবাকে ছেড়ে দেওয়া হবে। সেই আশ্বাসে ১৯ আগস্ট প্রেমিকাকে পরিবারের কাছে পৌঁছে দিয়ে মা-বাবাকে মুক্ত করে হৃদয়। হৃদয়ের মামা হাবিবুর রহমান বলেন, তাদের মেয়েকে ফিরিয়ে দেয়া হলে স্থানীয়ভাবে পুলিশ বিষয়টি মীমাংসা করে। কিন্তু ওই হৃদয়ের কাছে ফিরে আসার চেষ্টা করে।

অসংখ্যবার সে হৃদয়কে কল দিচ্ছিল। হৃদয় আমাকে তা দেখিয়েছে। কিন্তু হৃদয় মেয়ের কল রিসিভ করতো না। এই ঘটনার পরও সেই মেয়ের ভাই, চাচা, বাবা হৃদয়কে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছিল। না হলে মেরে ফেলবে বলেছে। বৃহস্পতিবার রাতে এমন অভিযোগ আমাকে দিয়ে বাড়ি চলে যায়।

রাত ১২টার দিকে খবর পাই ওই মেয়ের বাড়ির আনুমানিক ৩০০ গজ দূরে বালুর মাঠ এলাকায় হৃদয় অচেতন অবস্থায় পরে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে হৃদয়কে মৃত গোষণা করেন। তিনি বলেন, আমরা মনে করি হৃদয়কে ওই মেয়ের ভাই, চাচা, বাবা মিলে পরিকল্পিতভাবে মেরে বালুর মাঠে ফেলে রেখেছে।

এই হত্যার বিচার চাই আমরা। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানিয়েছেন, শুক্রবার রাত ১ টার পরে হৃদয়কে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক জানিয়েছে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD