বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরের পানিতে ডুবে জিহাদ হাসান (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জিহাদ ওই গ্রামের আব্দুল আলীমের ছেলে।
শিশুটির বাবা আব্দুল আলীম বলেন, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় জিহাদ। এ সময় সেখানে অন্যান্য শিশুদের চিৎকারে পথচারীরা পুকুরে নেমে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।