বুধবার, ১৪ মে ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। রোববার ( ১৪ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর বানিয়াছল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এই তথ্য নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী।
তিনি জানান, সকালের দিকে বানিয়াছল এলাকার রেললাইন পারাপারের সময় চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৫০ থেকে ৬০ বছর। তার পরিচয় উদ্ধারে কাজ করা হচ্ছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।