বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: কুমিল্লার বরুড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে একমাত্র ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু হয়েছে।
ঘটনার চারদিন পর বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত ব্যক্তির নাম জুলহাস মোল্লা। তিনি উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।
জানা গেছে, গত রোববার (৭ আগস্ট) জুলহাস মোল্লা ও তার স্ত্রী রুপা আক্তারের মধ্যে ঝগড়া বাধে। এসময়ে তাদের ছেলে লিমন মোল্লা বাবার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এ অবস্থায় জুলহাসকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ৭ তারিখে এ রোগীকে আনা হয়েছিল। যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তাতে ময়লা থাকায় জুলহাসের পিঠের কাটা স্থানে ইনফেকশন হয়। এতে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা ঘটনাটি শুনেছি। গতকাল রাতে জুলহাস মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।