মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী: পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম, এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ ),পটুয়াখালীর তদারকিতে, মোঃ মনিরুজ্জামান অফিসার ইনচার্জ পটুয়াখালী থানার নেতৃত্বে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর হতে এসআই/মোঃ হারুন অর রশিদ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমের ঝুড়ি থেকে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এসময় সালাম খাঁন (৪৫), নামের একজনকে আটক করা হয়।
আটককৃত সালাম খাঁন সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজীখালী গ্রামের বাসিন্দা মৃত ধলু খাঁন, মাতা- মোসাঃ-আছিয়া বেগমের ছেলে। আটকে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।