বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: জামালপুরের বকশীগঞ্জে প্রায় ৪৪ ইঞ্চি লম্বা দা’সহ মোহন (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ আগস্ট) দুপুরে বকশীগঞ্জের কামালেরবর্তী এলাকার বাড়ি তাকে আটক করা হয়।
মোহন একাধিক মামলার আসামি।
পুলিশ জানায়, মোহন তার মা হাছনা বেগম ও বাবা আজাহার আলীকে এ দা’ দিয়ে হত্যার চেষ্টা করেন। তখন ৯৯৯ ফোন করে সাহায্য চান মা হাছনা বেগম। ফোন পেয়ে কামালেরবার্তী তদন্ত ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে মোহনকে আটক করে। সেই সঙ্গে জব্দ করে ৪৪ ইঞ্চির দা’টি।
কামালেরবার্তী পুলিশ তদন্ত ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।