বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: জামালপুরের অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় জামালপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
রবিবার (২৯ মে) জামালপুর সদর উপজেলায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।
এ সময় অনুমোদন না থাকার কারণে মেডিল্যাব ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, সানরাইজ ডায়াগনস্টিক সেন্টার এবং ডিজিটাল চক্ষু হাসপাতাল সিলগালা করা হয় ও ডক্টরস জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, বৈধ কাগজপত্র (অনুমোদন) না থাকার কারনে তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।