বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ,সাধারন সম্পাদক নাসির উদ্দীন নাসির কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল মহানগর বিএনপির ঈদ উপহার বিতরণ পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ পটুয়াখালীতে আজ ৩৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পালিত হচ্ছে কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচন।।মেয়র পদে নির্বাচন করতে তৎপর নান্নু মুন্সী কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তির জন্য ইফতার কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান কুয়াকাটায় ১০ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি সভাপতির দুই ছেলে
অশণি প্রভাবে দক্ষিণাঞ্চলে দু.শ্চিন্তায় কৃষক

অশণি প্রভাবে দক্ষিণাঞ্চলে দু.শ্চিন্তায় কৃষক

Sharing is caring!

এস এল টি তুহিন: ঘূর্ণিঝড় ‘ ইয়াশ’এ ফসল ও উপকুলীয় বণ্যা নিয়ন্ত্রন বাঁধের ব্যাপক ক্ষতির এক বছরের মাথায়ই মাঠে থাকা বোরো ধান সহ রবি ফসলের জন্য আরেক প্রাকৃতিক দূর্যোগ নিয়ে ‘অশণি’ দক্ষিনাঞ্চলবাসীর দরজায় কড়া নাড়ছে। ৭০ ভাগ আধাপাকা ও পাকা বোরো ধান এখনো মাঠে। ফলে বরিশাল কৃষি অঞ্চলের ১১ জেলার সাড়ে ১০ লাখ কৃষক সহ গৃহস্থ পরিবারগুলোর এখন দু.শ্চিন্তার শেষ নেই।

বরিশাল সহ দক্ষিণাঞ্চলের সব নদী বন্দরে ১ নং সতর্ক সংকেত ও পায়রা সমুদ্র বন্দরকেও ২ নং দুরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার শেষরাত থেকেই সমগ্র দক্ষিণ উপকুলীয় এলাকার আকাশে অশণি’তে ভর করে মেঘের ঘনঘটার সাথে হালকা ও মাঝারী বৃষ্টিপাত কৃষকের দুঃশ্চিন্তা বাড়াচ্ছে। ঘূর্ণিঝড় ‘অশণি’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি চুড়ান্ত করা হয়েছে ইতোমধ্যে। রেড ক্রিসেন্টের ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপি’র ৭০১টি ইউনিটের প্রায় ৭৫ হাজার স্বেচ্ছাসেবককে উপকুলের ১৩ জেলার ৪১টি উপজেলায় সার্বক্ষনিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। যেকোন পরিস্থিতিতে ঝুকিপূর্ণ এলাকার মানুষকে স্বল্পতম সময়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতেও প্রস্তুত রয়েছেন তারা।

৪ নং বিপদ সংকেত ঘোষিত না হলে উপকুলে কোন ধরনের বিপদ সংকেতের পতাকা উত্তোলন বা মাইক-মেগাফোন থেকে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে না। তবে যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলে সিপিপি সূত্র জানিয়েছে। গত বছর ২০ মের পরে সৃষ্ট নিম্নচাপ ‘ইয়াশ’ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ক্রমান্বয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়ে ভারেতর উড়িশ্যা উপকূলে ২৭ মে আঘাত হানে। কিন্তু তার প্রভাবে দেশের দক্ষিনাঞ্চলে প্রায় ১শ কোটি টাকার ফসলহানি সহ কয়েকশ কোটি টাকার মৎস্য সম্পদ ছাড়াও বিশাল উপকুলীয় বণ্যা নিয়ন্ত্রন বাঁধ ও নদী তীর রক্ষা বাঁধের ক্ষতির পরিমানও ছিল প্রায় দেড়শ কোটি টাকা। ইয়াশ-এর ছোবলে উপকুলীয় অবকাঠামোর সে ক্ষতির মেরামত ও পূণর্বাসন এখনো সম্পন্ন হয়নি। এমনকি গত বছর ইয়াশ-এ ভর করে প্রবল বর্ষনে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি পুষিয়ে নিতে এবার নুতন আশায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে আবাদ করেছেন কৃষকগন।

কিন্তু সে ধান ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তার বার্তা দিচ্ছে এ বছরের একই সময়ের আরেক ঘূর্ণিঝড় ‘অশণি’। সদ্য সমাপ্ত রবি মৌসুমে বরিশাল ও ফরিদপুর সহ দক্ষিণাঞ্চলের ১১ জেলায় ৩ লাখ ৩৭ হাজার ১৮৫ হেক্টরে আবাদ লক্ষ্যমাত্রার বিপরীতে ৩ লাখ ৬৩ হাজার ৬৫০ হেক্টরে বোরো আবাদ সম্পন্ন হলেও এ পর্যন্ত মাত্র ৩০% জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। বরিশাল বিভাগের ৬ জেলায় লক্ষ্যমাত্রার ১১৩ ভাগ এবং বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় ১০২% জমিতে বোরো আবাদ হয়েছে।

ফলে এবার দক্ষিণাঞ্চলে বোরো ধান থেকে ১৫ লাখ ২২ হাজার ৫২০ টন চাল পাবার লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন ১৬ লাখ টনে উন্নীত হবার সম্ভাবনা থাকলেও, ‘অশণি’ পরিস্থিতিকে কোন পর্যায়ে নিয়ে যায়, তা নিয়ে শংকিত মাঠ পর্যায়ের কৃষিবীদগনও। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বরিশাল সহ উপকুলীয় এলাকায় মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। এমনকি পরবর্তি ৩ দিনেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়া বিভাগের মতে, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় ’অশণি’তে পরিণত হয়েছে। যা শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি গত বছরের ‘ ইয়াশ’এর মত আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র ও উড়িশ্যা উপকুলে আঘাত হানার সম্ভাবনা বেশী হলেও একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে অশণি’র প্রভাবে দক্ষিণাঞ্চল সহ দক্ষিণ উপকূলীয় এলাকায় আগামী ৩-৪দিন প্রবল বৃষ্টিপাতের আশংকা ক্রমশ প্রবল হচ্ছে। সোমবার শেষ রাত থেকেই দক্ষিনাঞ্চল সহ উপকুলীয় এলাকায় হালকা থেকে মাঝারী বৃষ্টি হচ্ছে।

তবে ‘অশণি’ কোন কারণে তার গতি পরিবর্তন করে সোজা উত্তরে অগ্রসর হলে তা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মর্ধবর্তি সুন্দরবন উপক’লেও আঘাত হানার ক্ষিন সম্ভবনা রয়েছে। ফলে পরিস্থিতি হতে পারে আরো ভয়াবহ। কিন্তু অশণি বাংলাদেশ উপক’লে সরাসরি আঘাত না হানলেও এর প্রভাবে আগামী ৩-৪ দিন দক্ষিণাঞ্চল সহ উপকুলীয় এলাকায় মাঝারী থেকে ভাড়ী বর্ষণের বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন আবহাওয়াবীদগন। কিন্তু ভারতীয়আবহাওয়অ বিভাগ এ ঘূর্ণিঝড়টি উড়িশ্যা উপকুলে পৌছার আগে শক্তি ধরে রাখতে না পারে বলেও মনে করছেন।

তবে এসব কিছু বুুঝতে আরো ২৪ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। ফলে দক্ষিনাঞ্চলের মাঠে থাকা আড়াই লক্ষাধিক হেক্টরের বোরো ধানের ভবিষ্যত নিয়ে শংকা ক্রমশ প্রবল হচ্ছে। তবে কৃষি সম্প্রসারন অধিদপ্তর-ডিএই’র তরফ থেকে যত দ্রুত সম্ভব মাঠে থাকা পাকা ধান কেটে ফেলতে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।

এক্ষেত্রে কৃষকদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখতে ব্লক সুপারভাইজার সহ মাঠ কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলেও ডিএই’র দায়িত্বশীল মহল জানিয়েছে। তবে এত বিপুল পরিমান ধান দ্রুত কর্তনের মত কৃষি শ্রমিক নেই এ অঞ্চলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD