বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
এম এইচ শান্তঃ এসো হে বৈশাখ, এসো এসো। শুভ নববর্ষ পহেলা বৈশাখ ১৪২৯ বাংলা গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুভ নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সদস্যবৃন্দ বাঙালির ঐতিহ্য উপকরণ ব্যানার, ফেষ্টুন এবং বিভিন্ন রঙ-বেরঙের প্রতীকী শোভাকারে চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শতশত মানুষের উপস্থিতিতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা র্যালি বের করে।
মঙ্গল শোভা যাত্রায় অংশ করেন চরকাজল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃমজিবর রহমান, চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃজামাল হোসেন খান,মোঃনেছার উদ্দিন ও অন্যন শিক্ষক শিক্ষীকা,চরকাজল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরকাজল স্কুল মাঠে বর্ষবরণ গানের অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়। এছাড়া বর্ষবরণ অনুষ্ঠানে নাগরদোলা ও বিভিন্ন শিশুদের খেলনা সামগ্রীর দোকান মেলা প্রাঙ্গণে দেখা যায়।
পরে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আ.লীগ ও তার অঙ্গ সংগঠনসহ চরকাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হাবিব মোল্লা নেতৃত্বে সকাল ১০ টায় বর্ষবরণ কে স্বাগত জানিয়ে মঙ্গল শোভযাত্রা ও পান্তা ইলিশ পর্ব অনুষ্ঠিত হয়।