বুধবার, ১৪ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
মোঃ নাসির উদ্দীন পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন গলাচিপা উপজেলা প্রশাসন, স্থানীয় উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা গণ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ প্রশাসন, গলাচিপা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষ।
পরে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান হাজী মজিবর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুন্নবী, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম শওকত আনোয়ার ইসলাম, গলাচিপা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়।
এছাড়া শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে প্রশ্নোত্তর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা ।