সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: ঠাকুরগাঁও জেলার সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
ধর্মগড় সীমান্তে আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহা. মাসুদ গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
জানা গেছে, ভোর ৪টার দিকে রাজুসহ কয়েকজন ধর্মগড় সীমান্তের ৩৭২ পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই রাজু নিহত হয়।
নিহত রাজু (২১) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।