বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
এস এল টি তুহিন, : সকলকে টিকা প্রদানের লক্ষ্য দিয়ে পিরোজপুরে চলছে কোভিট-১৯ টিকা প্রদান কার্যক্রম। সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম, চলবে রাত অবধি উপস্থিত সকলকে টিকা না দেয়া পর্যন্ত।
পিরোজপুর স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার মোট ২১৬টি অস্থায়ী ও ১৪টি স্থায়ী ক্যাম্পে এ টিকা প্রদান করা হবে। ১২ বছর বয়স থেকে পিরোজপুর জেলায় টিকা গ্রহনের উপযোগী রয়েছেন প্রায় ৭ লক্ষ ৮০ হাজার মহিলা পুরুষ। এর মধ্যে ৫ লক্ষ ৮ হাজার মানুষ এ টিকা গ্রহন করলেও এখনো প্রায় ২ লক্ষ ৭২ হাজার জন এ টিকা নিতে বাকি রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ৩ জন স্বেচ্ছাসেবক ও ২ জন ভেক্সিনেটর সহ জেলায় মোট ১ হাজার ১৫০ জন এ কার্যক্রমের সাথে সরাসরি জড়িত রয়েছেন। তবে জেলায় প্রায় পৌনে ৩ লক্ষ মানুষ টিকা নিতে বাকি থাকলেও ভেক্সিনের মওজুদ রয়েছে মাত্র এক লক্ষ ডোজের উপরে।
এদিকে শনিবার সকালে পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে।