বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
ক্রাইম সিন ডেস্ক: পিরোজপুরে কয়েক দিন আগে করোনা পরিস্থিতি ভালো থাকলেও বর্তমানে অনেক অবনতি হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ জনের। শনাক্ত হয়েছে ৪৩ জন। জেলা সদর হাসপাতালে করনা পজিটিভ রোগী ভর্তি রয়েছে ৩ জন। হসপিটালে করণা রোগীর জন্য বেড রয়েছে ১০ টি। প্রয়োজনে বেড আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জেলায় এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৭৩ টি। পজেটিভ ৫ হাজার ৫৪৮ জন। এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ৭৩৭ জন। সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ২১৭ জন। জেলায় এখন পর্যন্ত করণায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ জন।