শনিবার, ১২ Jul ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ সদস্যরা। র্যাব র্ফোর্স সহ শনিবার বিকেল ৫ টায় উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর কিসব কাঠি এলাকায অভিযান চালিয়ে হাতেনাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৬.৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব। গ্রেপ্তারকৃত হলো– উপজেলার কেসব কাঠি গ্রামের মৃত্য মান্নান বেপারী ছেলে নজরুল বেপারী (৩৮) কে হাতেনাতে ধৃত করে।
র্যাব-৮ স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিস্ট ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন।