মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে বরিশালে আমরণ অনশণ কর্মসূচি পালন শুরু করেছে জেলা ছাত্রদল। বুধবার সকাল থেকে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ অনশণ শুরু করেন তারা।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সবুজ আকন, লেলিন খান মোর্শেদ, সায়মন আহমেদ কালু, যুগ্ম সম্পাদক তানজিল রাব্বি, রেদোয়ান ইসলাম সজল, উজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুম শেখ, যুগ্ম আহবায়ক নাঈম সিকদার, হিজলা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক গাজী সাইদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ আমরণ অনশণ কর্মসূচিতে একাত্মতা প্রকাশের পাশাপাশি সার্বিক সহযোগীতা করছেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন।
এদিকে, সরেজমিনে দেখা গেছে, বুধবার সকালে শুরু হওয়া আমরণ অনশণ বৃহস্পতিবার গভির রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত ছিল। দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন অনশনকারী ছাত্রদল নেতাকর্মীরা।