বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এলাকার খালে বাঁধ, পানি প্রবাহ বাঁধাগ্রস্থ ও মিঠা পানি সংরক্ষণে সমস্যা এবং সমাধানে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে কৃষকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা)’র আয়োজনে নীলগঞ্জ ইউনিয়নের প্রবীন কৃষক আব্দুল কাদের’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারি লিংকন বায়েন, কলাপাড়া উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. শাওন, পরিবেশ কর্মী মেজবাহউদ্দিন মাননু, কৃষক সুলতান গাজী ও জাকির হোসেন।