সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: সাভারে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আলামিন (২২) ও রায়হান (২৫)। গতকাল শনিবার গভীর রাতে সাভারের কাউন্দিয়া থেকে তাদের আটক করা হয়। পুলিশ।
জানা গেছে, আটককৃতদের বাড়ি কাউন্দিয়া এলাকাতেই।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ রায় বলেন, কয়েকদিন আগে স্বামীকে বেঁধে রেখে ওই নারীকে গণধর্ষণ করা হয়। পরে ওই নারী কয়েকজনকে আসামি করে মামলা করেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন।
তিনি আরো বলেন, সেই মামলাতেই গতকাল রাতে ওই দুইজনকে আটক করা হয়েছে। আজ তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।