রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে আজ দুপুরে।
আজ রবিবার দুপুরে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ আদালতে বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৩ জানুয়ারি এই মামলার শুনানিতে কারাবন্দি খালেদা জিয়া হুইল চেয়ারে করে আদালতে হাজির হয়েছিলেন।
দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন।