বুধবার, ১৪ মে ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে ৪ রেষ্টুরেন্ট মালিককে ৭০ হাজার এবং ১ বেকারী মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর দুইটায় র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সদস্যদের সহায়তায় পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভির আহমেদ।
এসময় স্টার রেষ্টুরেন্টের মালিককে ২০ হাজার টাকা, ভোজন বাড়ি রেষ্টুরেন্টের মালিককে ২০ হাজার টাকা, হাজী বিরিয়ানীর মালিককে ১৫ হাজার টাকা, প্রিন্স হোটেলের মালিককে ১৫ হাজার টাকা ও ফাইভ স্টার বেকারীর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার শহিদুল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম হোসেন উপস্থিত ছিলেন।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এসব রেষ্টুরেন্টের মালিকরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করে আসছে। ভেজাল খাদ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।