বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে কলাপাড়া উপজেলা পরিষদের পুকুরে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি ” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগস্ট থেকে ৩সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্য্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক, সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এবং উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় রুই, কাতলাসহ কার্প জাতীয় পনেরো কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।