বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নারী উদ্যোক্তাদের ৩দিন ব্যাপী ই-কমার্স প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে উপজেলা তথ্য কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে কাজ করছে তথ্য কেন্দ্র।উদ্যোক্তারা অনলাইনে তাদের তৈরী পন্য কিভাবে বিক্রি করবে তার জন্য ব্যবস্থা করছেন ই-লার্নিং। এর মাধ্যমে মিনা গ্রুপের সদস্যদের ই-কমার্স প্রশিক্ষণের ব্যবস্থা করেন। উপজেলা তথ্য কেন্দ্র থেকে পাঁচ জন নারী উদ্যোক্তাকে ২৩ আগস্ট থেকে শুরু করে ২৫ আগস্ট পর্যন্ত তিন দিন ব্যাপী ই-লার্নিং এর মাধ্যমে ই-কমার্সের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের সনদ প্রদান করা হয়। ই-কমার্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য কেন্দ্র উপজেলা কর্মকর্তা ইসরাত জাহান এবং তথ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তারা।
প্রতিটি উপজেলায় নারী উদ্যোক্তাদের সফল করতে তাদের নিয়ে কাজ করছেন তথ্য আপারা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি উদ্যোক্তাদের দ্বারে দ্বারে গিয়ে সেবা প্রধান করছেন তারা। নারী উদ্যোক্তাদের পন্য বিক্রি করার জন্য তৈরি করেছেন লাল সবুজ ডট কম প্ল্যাটফর্ম।
নারী উদ্যোক্তা জান্নাত আরা মিলি জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রয়োগ করে ই-কমার্স ব্যাবসায় সফল হওয়া সম্ভব। তিনি আরও জানান সমাজের উন্নয়ন করতে হলে নারীদের এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসতে হবে।
উপজেলা তথ্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, উদ্যোক্তারা যেন মন দিয়ে তাদের কাজ করে। তাদের কাজ করেতে কোন সমস্যা হলে যেন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। উপজেলা তথ্য কেন্দ্র নারী উন্নয়নে সব ধরনের সহায়তা প্রদান করবে।