মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে জুয়া খেলার সময় রাজু এবং জামাল নামের দুই যুবককে আটক করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার রাত ১২টার দিকে মহিপুর সদর ইউপির বাজারে নিউমার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৯ শত টাকা উদ্ধার করে পুলিশ। আটকৃত রাজুর বাড়ি ওই ইউপির বিপিনপুর গ্রামে ও জামাল হোসেনের বাড়ি ফাসিপাড়া এলাকায়।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, একটি ঘরে বসে ৫ জন জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।