মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
পটুয়াখালীপ্রতিনিধি:২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় বাউল শিল্পীরা মোমবাতি প্রজ্বলন করেছে। শনিবার রাত সাড়ে ৯ টায় পৌর শহরের বাউল সংঘের কার্যালয়ে এ মোমবাতি প্রজ্বলন করে তারা। এর আগে ২১ আগস্টে গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাতিত্ব করেন কলাপাড়া বাউল সংঘের সভাপতি গাজী মো.বাবুল। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.মাহবুবুর রহমান আজাদ, সমাজসেবী সালমা কবীর, বাউল সংঘের সাধারণ সম্পাদক মো.শামীম বেপারী এবং নাট্যশিল্পী স্বজল কর্মকার।
সভা শেষে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বাউল শিল্পীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।