মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: জাতীয় শোক দিবসে বৃক্ষরোপণ করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা সবুজ গড়ি এই শ্লোগান নিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬আগষ্ট) বিকেলে পটুয়াখালী সরকারি কলেজ প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মাঃ নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শাহ আলমগীর, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান মতিউর রহমান, শিক্ষক পরিষদের সচিব গাজী জাফর ইকবাল, বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা প্রনব কুমারমিত্র, সহকারী রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক ভুইয়া, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহআলম, শ্রীমান চন্দ্র গোমস্ত, শেখ আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক ফণি ভূষণ রায়, যুগ্ম সম্পাদক মোঃ জহির উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সালেছ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা রীনা বেগম, ক্রীড়া সম্পাদক আঃ গনি প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ৫শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।