মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরনকারী চারজন সিপিপি কর্মীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পাখিমারা ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা সিপিপির উদ্যোগে অকাল প্রয়াত টিমলীডার আঃ হাকিম ফরাজি, সিদ্দিকুর রহমান ও আবুল কাসেম হাওলাদার এবং মোসাঃ শিউলী বেগম’র মৃত্যুতে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিপিপির উপজেলা সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা টিমলীডার মো.মোতালেব হাওলাদার, নীলগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বর, অধ্যাপক আঃখালেক ফারুকী,প্যানেল চেয়ারম্যান প্রফুল্ল কুমার সহ বিভিন্ন ইউনিয়নের টিমলীডারগন ও সেচ্ছাসেবকবৃন্দ। শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন ৫ নং ইউনিট টিমলিডার ইভান মাতুব্বর। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিমলীডার মো.সোহরাব হোসেন।
সবশেষে মসজিদে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ূন কবির।