বুধবার, ১৪ মে ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় ৬ বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে পৌর শহরের বাদুরতলী স্লুইজ সংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়। এ ঘটনায় রবিবার রাতে ওই শিশু কন্যার পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বাদুরতলী স্লুইজ সংলগ্ন এলাকায় ওই শিশু কন্যা ও কিশোরের পরিবার একই বাড়িতে ভাড়া থাকে। রবিবার বিকালে ওই শিশু কন্যা ওই কিশোরের ঘরের দোতলায় যায়। এ সময় ওই শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা চালায় ওই কিশোর। শিশুটির ডাকচিৎকারে তার মা এগিয়ে আসলে ওই কিশোর পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ওই কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।