বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন বছরের প্রথম দিনেই বিচ্ছিন্ন দীপ অঞ্চলে সহকারী পুলিশ সুপার বাউফলে গাঁজাসহ ২৫ লাখ টাকা ও স্বর্নালংকার উদ্ধার নববর্ষে দেশীয় খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কলাপাড়ায় মামলায় স্বাক্ষী হওয়ায় পা ভেঙ্গে দিলেন বিবাদীরা ভারতের সাথে মিল রেখে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা কলাপাড়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাউফলে জমিজমা নিয়ে একই বাড়ির দুই পক্ষের সংঘর্ষ; আহত ১৫ মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত বরিশালে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সম্পন্ন-তরুণদের জোরালো জলবায়ু ন্যায্যতার দাবি বাউফলে বিদ্যুতের ছেড়া তার সরাতে গিয়ে এক গৃহবধূর মৃত্যু ঝালকাঠি সদর উপজেলা তরুণ দলের অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন বানারীপাড়ায় কলেজের অধ্যক্ষ দুর্বৃত্তদের হাতুড়িপেটায় গুরুতর আহত মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পারলেন না বাবা, পথেই মৃত্যু বাউফলে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
বরিশালে করোনায় ২০ জনের প্রানহানি আক্রান্ত ৬৫৬

বরিশালে করোনায় ২০ জনের প্রানহানি আক্রান্ত ৬৫৬

Sharing is caring!

বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৫৬ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন বরিশাল জেলার বাসিন্দারা। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৮৪ জন। তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন। একই সময়ে ভাইরাসটির উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ৯ জন ও করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জন রোগী মৃত্যুবরণ করেছেন।

শেবাচিমে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে দুইজন বরিশালের। এছাড়া গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিভাগের ঝালকাঠিতে ৩ জন, পটুয়াখালীতে ২ জন, বরগুনায় ২ জন, ভোলায় একজন ও পিরোজপুরে ১ জনসহ মোট ১১ জন মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৪৫৩ জনে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, ভাইরাসটিতে নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায় ২৬৫ জন।

এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৩০ জনে। এরপর পটুয়াখালীতে নতুন ১৭৮ জন সহ ৪ হাজার ১২৯ জন, ভোলায় নতুন ১১৩ জন সহ মোট ৩ হাজার ৫১৫ জন, ঝালকাঠিতে নতুন ৪৮ জন সহ মোট ৩ হাজার ৯০২ জন, বরগুনায় নতুন ২৮ জন সহ মোট ২ হাজার ৭৭৪ জন এবং পিরোজপুরে নতুন ২৪ জন সহ মোট ৪ হাজার ২৩৪ জন। এর মধ্যে বিভাগে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৬৩৮ জন রোগী সুস্থ হয়েছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আর টি পিসি আর ল্যাবে পাঠোনো হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও ৩ জন রোগী মারা গেছেন।

যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২৯৩ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭৬২ জনের মৃত্যুবরণ করেছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৭ জন ও করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৭ জনসহ মোট ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৬৭ জন ও আইসোলেশন ওয়ার্ডে ১৩৪ জন সহ মোট ৩০১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD