শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামী ‘র বাড়িতে অনশন বরিশালে রাতের আঁধারে ড্রেনের লোহার ঢাকনা চুরি সাভারে এসি বিস্ফোরণে আহত ৭ বরিশালে দুর্গাসাগরে পুণ্যস্নানে নেমে কলেজছাত্রের মৃত্যু শ্বশুরবাড়ি কলাপাড়ায় আসার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় জামাতা নিহত বরিশালে চৌমাথা লেকে পোনা মাছ অবমুক্ত করলেন ইজারাদার বাপ্পি কলাপাড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, ভ্যাপসা গরমে দিশেহারা নিম্ন আয়ের মানুষ বরিশালের বাবুগঞ্জের দূর্গা সাগরে অষ্টমী পুণ্যস্নান অনুষ্ঠিত বরিশাল বিএনপি দলীয় কার্যলয়ে কেন্দ্রীয় শ্রমিকদল নেতৃবৃন্দের জন্য দোয়া-মোনাজাত ও স্মরন সভা অনুষ্ঠিত বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন : চেয়ারম্যান পদে এসএম জাকির হোসেনের মনোনয়নপত্র দাখিল বরিশালে জমে উঠেছে তিনদিন ব্যাপি উদীচীর বৈশাখী মেলা পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৫১ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার ঈদ ও নতুন বছরকে বরনে কুয়াকাটায় পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় আইনশৃংখলা রক্ষাকারীরা  ২ দিনও থাকা হলো না নতুন ঘরে গলাচিপায় শর্ট সার্কিটে বসতঘরে আগুন বরিশালে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, রাখিবন্ধন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে
টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ

টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ

Sharing is caring!

পটুয়াখালীপ্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সর্বাত্মক লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবি’র নিত্য পন্য’র দ্রব্য সামগ্রী ট্রাক সেলে যথাযথ তদারকি না থাকায় লোপাটের অভিযোগ উঠেছে। এতে নিম্ন আয়ের কর্মবিমূখ হয়ে পড়া মানুষের ভরসা ন্যায্য মূল্যের টিসিবি পন্যও এখন দুস্প্রাপ্য হয়ে উঠেছে। এছাড়া টিসিবি’র কার্যক্রমে স্বচ্ছতার অভাবে  নিত্য পন্য’র বাজার মূল্যের উর্ধ্বগতি, কালো বাজারি ও মজুদদারী নিয়ন্ত্রনে না থাকায় সরকারের মহতী উদ্যোগ ভেস্তে যেতে বসেছে। ফলে ডিলারদের ভর্তুকী দিয়েও নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবি’র দ্রব্যসামগ্রী বিক্রয় নিশ্চিত করা যাচ্ছে না। অথচ ডিলাররা বলছেন ডিপো থেকে পন্যসামগ্রী আনার পর ট্রাকে করে বিক্রীর দীর্ঘ লাইনে এক ঘন্টায় সব শেষ। নিম্ন আয়ের মানুষ বলছেন করোনা’র মধ্যে লাইনে দাড়িয়েও খালি হাতে ফিরছেন তারা। আর স্থানীয় প্রশাসন বলছে টিসিবি নিয়ে তাদের কঠোর অবস্থানের কথা। আসলে টিসিবি’র নীতি মালা কতটা অনুসরন করছেন ডিলাররা, প্রকৃত চিত্রটা কি?
অনুসন্ধানে জানা যায়, জেলার সিংহভাগ নিম্ন আয়ের মানুষ টিসিবি’র সুবিধা বঞ্চিত। ডিলাররা গত এক সপ্তাহে মাত্র দু’এক ঘন্টার জন্য টিসিবি পন্য বিক্রী করেই পন্য শেষ হওয়ার কথা বলছে। অথচ সেই দু’এক ঘন্টার লাইনে দাড়িয়েও ডাল পেয়েছে তো চিনি পায়নি। চিনি পেয়েছে তো তেল পায়নি, এমনই অভিযোগ নিম্ন আয়ের মানুষের।
অনুসন্ধানে আরও জানা গেছে, জেলায় সিংহভাগ টিসিবি ডিলার নিয়োগ পেয়েছেন রাজনৈতিক ক্ষমতা ও দাপটে। নজরদারির দুর্বলতায় নীতিমালা অনুসরন করছেনা ডিলাররা। জেলার কলাপাড়ায় ৩ জন ডিলারের তথ্য অফিস বললেও ইত্যাদি ষ্টোর ও মার্জিয়া নামে দু’জন টিসিবি ডিলারের তথ্য জানা গেছে। লতিফ ষ্টোর’র লতিফ খালাসি কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তার ছেলের নামে ডিলার শিপ পরিবর্তনের আবেদন করেছেন, যা প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে কুয়াকাটায় মার্জিয়া ষ্টোর’র স্বসত্ত্বাধিকারী ৬ জুলাই বরিশাল থেকে ২১০০ কেজি পন্য পেলেও ২০০০ কেজি পন্য পাওয়ার কথা বলছে। আর অফিস বলছে ২১০০ কেজি। ইত্যাদি ষ্টোর ২০০০ কেজি পন্য পেয়েছে। দু’জন ডিলারই বলছে ট্রাক সেলে ঘন্টা খানেক সময়ের মধ্যে সব পন্য শেষ। যার দরুন নিম্ন আয়ের মানুষ প্রতি লি: সয়াবিন তেল ১৪০ টাকা, প্রতি কেজি চিনি ৭৫ এবং ডাল ৮০-১১০ টাকা মূল্যে কিনতে বাধ্য হচ্ছে। এতে টিসিবি’র সুবিধা বঞ্চিত থাকছে নিম্ন আয়ের অধিকাংশ মানুষ। এমনকি খোদ উপজেলা প্রশাসনের জারি কারক আবুল হোসেন মোল্লা ও নৈশ প্রহরী মামুন ১০ জুলাই লাইনে দাড়িয়ে টিসিবি’র শুধু মাত্র ৫ লি: তেল কিনতে পেরেছেন। ডাল, চিনি পাননি তারা, যা তাদের বাজার থেকে কিনতে হয়েছে।
টিসিবি’র বরিশাল সহকারী কার্য নির্বাহী কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, বরিশাল বিভাগে টিসিবি’র ২০২ জন ডিলার রয়েছে। ট্রাল সেল কোটা রয়েছে ২৪টা। বিভাগীয় শহরে প্রতিদিন ৫টি ট্রাক সেল, জেলা শহরে ২টি করে এবং বাকী গুলো উপজেলা ও পৌরশহরে পর্যায়ক্রমে ট্রাক সেলে নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রী করবে। যাতে প্রতি লি: তেল ১০০টাকা, কেজি প্রতি চিনি ৫৫ টাকা, ডাল ৫৫ টাকা হারে কিনতে পারে নিম্ন আয়ের মানুষ। এজন্য লিটার ও কেজি প্রতি ডিলারদের ৭-৮ টাকা হারে ভর্তুকী দিচ্ছে সরকার।
টিসিবি কর্মকর্তা আরও জানান, পটুয়াখালী জেলায় ৩১জন টিসিবি’র ডিলার রয়েছে। ডিলারদের ট্রাক সেলে স্ব-স্ব উপজেলা প্রশাসন এ কার্যক্রম তদারকি করবে। শৃংখলা রক্ষায় নিম্ন আয়ের মানুষ লাইনে দাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ন্যায্য মূল্যে পন্য সামগ্রী কিনবে। যাতে ক্রাইসিস পিরিয়ডেও দেশে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল থাকে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও কালো বাজারি নিয়ন্ত্রনে থাকে।

পন্য নিতে আসা মাদ্রাসা রোডের বাসিন্দা এরশাদুল ইসলাম সাংবাদিকদের জানান,অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে কাছে গেলে তারা বলেন ৫লিটার তেল শেষ হয়ে গেছে। ২লিটার আছে নিলে নেন না হলে নাই।

মহিপুর থেকে মো.মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শুনি পন্য শেষ হয়ে গেছে। অথচ একজত তিনটি প্যাকেজও পেয়েছে। তিনি আরও জানান, প্রতিদিন যে পরিমাণ বরাদ্দ আছে তার সবটুকু মাঠ পর্যায়ে আসে কিনা সে বিষয়ে আপনারা তদন্ত করে দেখবেন।

টিসিবি ডিলার ইত্যাদি ষ্টোর’র প্রোপাইটার সাইদুর রহমান বলেন, বরিশাল গোডাউন থেকে ১০জুলাই ১৯০০ কেজি পন্য পেয়েছি। তেল ১হাজার লিটার, ডাল ৫০০ কেজি ও চিনি ৪০০ কেজি। যা ওই দিনই বিকেলে কলেজের খোলা মাঠে ট্রাক সেলে ১ ঘন্টার মধ্যে বিক্রী শেষ।’ মার্জিয়া ষ্টোর’র প্রোপাইটার মোস্তাফিজ বলেন, ৬ জুলাই বরিশাল থেকে তেল , ডাল ও চাল পেয়েছি ২ হাজার কেজি। যা ওইদিন বিকেল কুয়াকাটা চৌরাস্তা সংলগ্ন ধান সিঁড়ি ডাক বাংলোর নীচে ট্রাক সেলে ঘন্টা খানেকের মধ্যে বিক্রী শেষ। টিসিবি পন্য বিক্রীর সময় উপজেলা প্রশাসনের তদারকি ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে দু’জন ডিলারই বলেছেন তারা মুঠো ফোনে ইউএনও’র কাছ থেকে অনুমতি নিয়ে ট্রাক সেল করেছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, টিসিবি ডিলারদের নীতিমালা অনুসরন করে পন্য বিক্রীর জন্য বলা হয়েছে। তিনি আরও জানান, টিসিবি পন্য বিক্রীতে কোন রকমের অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2017
Design By MrHostBD