বুধবার, ১৮ Jun ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত আটজনের মৃত্যু চলতি বছরে প্রথমবারের মতো বরিশালে করোনাভাইরাস (কোভিড) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বাজারে আগুন আবাসিক হোটেলসহ তিন দোকানের মালামাল পুড়ে ছাই বিএনপি অফিসে ভাঙচুরের জন্য নুরকে ক্ষমা চাওয়ার আহ্বান,জেলা ছাত্রদল সভাপতি কুয়াকাটায় লেইস প্রশিক্ষনার্থী নবীন শিক্ষকদের মিলনমেলা কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার কাঙ্খিত ইলিশ ধরা পড়ায় স্বস্তিতে কুয়াকাটার জেলেরা টানা ১০ দিনের ঈদের ছুটিতে প্রাণ ফিরে পেয়েছে কুয়াকাটা সৈকত কলাপাড়ায় শতাধিক অসহায় গরিব পেল কোরবানির গোস্ত এবং পোশাক কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টে গাজী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতাকে ফুলেল শুভেচ্ছা কলাপাড়ায় পাঁচ হাজার চাঁন টুপি পরিবারের আগাম ঈদ কলাপাড়ায় শিক্ষক সমিতির পূর্বমিলনী ও ঈদ উপহার বিতরণ কুয়াকাটায় বিশ্ব পরিবেশ দিবসে ফলজ ও বনজ চারা বিতরন প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে শ্রমিকদের মর্যাদা অক্ষুণ্ণ ছিলো ।। ফয়েজ খান
বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ

বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনা কে কেন্দ্র করে সাবেক এমপিকে জড়ানোয় বিএনপি ও তার অঙ্গ সংগঠন উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের একটি অংশে বিএনপি নেতা ও সাবেক এমপি আবুল হোসেন খান কে নিয়ে সংবাদ প্রকাশ হলে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির প্রায় অর্ধশত নেতা কর্মী রবিবার (১১ মে) দুপুর ১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করেন।

বাকেরগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন বলেন, বাকেরগঞ্জ উপজেলার গণমানুষের নেতা, সাবেক সফল সাংসদ আবুল হোসেন খানের কাছে সমঝোতার জন্য আলাদা আলাদাভাবে দারস্থ হয় বাকেরগঞ্জ উপজেলার পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন ও তার স্ত্রী ।

জননেতা আবুল হোসেন খান উভয় পক্ষের অভিভাবকদের নিজের বাসায় ডাকেন, যাতে দম্পতির মধ্যে দ্বন্দ্বের সমঝোতা হয় এবং পুনরায় সংসার জীবন শুরু করতে পারে।

কিন্তু ২ দিন চেষ্টার পর আবুল হোসেন খানের রাজনৈতিক প্রতিপক্ষদের প্ররোচনায় ও অর্থায়নে ছাত্রদল নেতা রুহুল আমীনের স্ত্রী নানা কূটকৌশলে জননেতা আবুল হোসেন খান সহ স্থানীয় সালিশ মীমাংসা করা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভ্রান্ত মূলক বক্তব্য প্রদান করে।

যাহা উদ্দেশ্য ও হয়রানি মূলক। ষড়যন্ত্র পূর্বক এ সব মিথ্যা বক্তব্যের তথ্য প্রমাণ আমার হাতে রয়েছে।

তিনি আরো বলেন, পৌরসভা বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও আমি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্ততায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি ৫ লক্ষ ১ টাকা কাবিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই দম্পতি। বিয়ের পর একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও তাদের মধ্যে সাংসারিক কিছু ভুল বুঝাবুঝির কারণে মামলার সূত্রপাত ঘটে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চুন্নু, বাকেরগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু ও সদস্য সচিব রুবেল জোমাদ্দার, বাকেরগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদার সহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

উপস্থিত সাংবাদিকের প্রশ্ন উত্তরে তারা বলেন, আমাদের জানা মতে- ছাত্রদলে বিবাহিতরা পদ পদবিতে থাকতে না পারার বাধ্যবাধকতা থাকার কারণে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০২৩ সালের ২১ জুন ইসলামি শরীয়াহ মোতাবেক জুবাইয়া ইয়াসমিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বাকেরগঞ্জ উপজেলার পৌর ছাত্রদল আহ্বায়ক রুহুল আমিন।

তারা দুই জনই বাকেরগঞ্জ পৌরসভার একই ওয়ার্ডের বাসিন্দা।

বিয়ের পর ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বরিশাল নগরীর জিয়া সড়কের প্রথম গলিতে জনৈক বিউটি বেগমের বাসায় স্বামী স্ত্রী হিসেবে বসবাস শুরু করে। ইতিপূর্বে জুবাইয়া ইয়াসমিনের ২ টি বিয়ের কথা জানাজানি হওয়ায় তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। যার জেরে ধরে ২০২৫ সালের ২২ জানুয়ারি জুবাইয়া ইয়াসমিন তার স্বামীর বিরুদ্ধে একটি মামলা (নং-২৩) দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD