বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ লকডাউন বাস্তবায়ন ও করোনা সচেতনতা উপলক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়ের আদেশক্রমে, ১০ জুলাই শনিবার সকাল ১১ঃ০০ ঘটিকায় নগরীতে মোটরযাত্রা অনুষ্ঠিত হয়। উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন এর নেতৃত্বে, রযালিটি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স বরিশাল থেকে শুরু করে জেলাস্কুল মোড়, জেলখানা মোড়, নথুল্লাবাদ, আমতলা মোড়, রুপাতলী, কালিজিরা ব্রিজ, হিরণ পয়েন্ট হয়ে বিএমপি পুলিশ লাইন্স এসে শেষ হয়।
মোটর শোভাযাত্রার শুরুতে, উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল হোসেন সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি স্বেচ্ছাচারিতা বর্জন করে যে-কোন অবস্থায়, যে-কোন মূল্যে উদ্যোগী হয়ে নিজের জন্য সমাজের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার জন্য গুরুত্ব আরোপ করেন এবং বলেন,” যদি তুমি মাস্ক পরো তবে তুমি বেশ, মাস্ক যদি না পারো তবে তুমি শেষ “।
মোটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স এন্ড পিএমটি জনাব মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব মোঃ রাসেল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।