শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন রেকর্ড সর্বোচ্চ ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫৮৩। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭ জন এবং হোম আইসোলেশনে আছেন ১৯১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩২৭ জন।
প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও সাধারন মানুষ মানছেনা স্বাস্থ্যবিধি। অবাধে চলাচল করছে তিন চাকার ইঞ্চিনচালিত যানবাহন। এক সাটার খুলে বেচাকেনা করছে দোকানীরা। তবে গতকাল করোনা সংক্রমন রোধে জেলায় ১৭ টি মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯ ব্যক্তির কাছ থেকে ৯৮ হাজার ৭ শ‘ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।