বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সারাদেশে কোভিট-১৯ মহামারি করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে কঠোর বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে গত তিন দিনে পটুয়াখালীতে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত ৫৬টি ভ্রাম্যমাণ আদালতে ৪৩৪টি মামলায় ২ লাখ ৭১ হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
রোববার (৪ঠা জুলাই) সকালে থেকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানার দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা শহরে এবং বিভিন্ন উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে বিগত তিন দিনে ৪৩৪টি মামলা হয়। মামলায় ৪৩৪ জনের কাছ থেকে বিভিন্ন অংকে ২ লাখ ৭১ হাজার ৮৮০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও সচেতনতার অংশ হিসেবে প্রায় তিন হাজার মাস্ক বিতরণ করেছে প্রশাসন।
এদিকে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন সফল করতে প্রথম দিন থেকেই পটুয়াখালী শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জরুরি প্রয়োজনে সড়কগুলোতে কিছু কিছু মানুষ বের হলেও তারা অধিকাংশই পায়ে হেঁটে কিংবা রিকশায় চলাচল করছে। এ সময় তাদের সবাইকেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।
এদিকে শহরের কাচাঁবাজার ও ফার্মেসি ছাড়া সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।