বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: লকডাউন অমান্য করার পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক মামলায় ২৫ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার কলাপাড়া বাজার, মহিপুর বাজার এবং আলিপুর বাজারে অভিযান চালিয়ে ২৫ জনকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারা মতে ২৫টি মামলায় পঁচিশ জনকে তেইশ হাজার তিনশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, কঠোর লকডাউনের মধ্যে লোকজন আইন অমান্য করায় তাদের এ অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান, এতো কঠোরতা সত্বেও মানুষকে ঘরে থাকতে চায়না। তিনি লকডাউনের এই কয়দিন সকলকে বাড়িতে থাকার অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, কলাপাড়া উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সাথে চেষ্টা করছে কিভাবে মানুষকে ঘরে রাখা যায়। উপজেলার সকল বাজার, খেয়া, এবং মসজিদের ইমামদের সতর্ক করা হয়েছে।