শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ২০টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের কাছে এই চিকিৎসা সামগ্রী তুলে দেয় এস আলম গ্রুপ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এইচ এম সাইফুল ইসলাম, শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন সহ এস আলম গ্রুপের কর্মকর্তারা।
সংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত অতিথিরা শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ২০টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা তুলে দেন।