পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। কোন ধরনের নতুন কর বৃদ্ধি না করে চল্লিশ কোটি চৌদ্দ লক্ষ উনপঞ্চাশ হাজার বাইশ টাকা উদ্বৃত্ত রেখে এ বাজেট পেশ করা হয়।
সোমবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে কলাপাড়া পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে এ বাজেট পেশ করেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় পৌরসভার সকল কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরসহ কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভার ২০২১-২২ অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যায়ের বিস্তারিত বিবরণ সভায় উপস্থাপন করা হয়। পৌর পরিষদের কতিপয় খাতে সংযোজন এবং বিয়োজন করে সর্বসম্মতিক্রমে এ বাজেট অনুমোদন করা হয়েছে। অনুমোদিত খসড়া বাজেটে পৌরসভার রাস্তা, ড্রেন, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যসেবা, রাস্তা আলোকিতকরন, রাস্তা ও ড্রেন পরিষ্কার, মসজিদ, মন্দির, প্যাগোডা সংস্কার এবং কতিপয় খাতের উন্নয়নে গুরুত্ব রেখে বাজেট পেশ করা হয়।