শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে। শনিবার বেলা এগারোটায় কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ অফিস সংলগ্ন মাঠে পূবালী ব্যাংকের সহায়তায় এ খাদ্য সহায়তা প্রদান করেন বেসরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কাউন্সিলর মজিবর রহমান, শহীদ দেওয়ান, পদক্ষেপ মানবিক উপন্নয়ন কেন্দ্রের পটুয়াখালী জোনের জোনাল ম্যানেজার মোর্শেদুল আলম, আমতলী এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম, কুয়াকাটা ব্রাঞ্চ ম্যানেজার আবদুল হালিম ও কলাপাড়া ব্রাঞ্চ ম্যানেজার ওহাব মিয়াসহ কুয়াকাটা ব্রাঞ্চের কর্মকর্তারা।
এসময় প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মুসুর ডাল, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ টি সবান ও ১০ টি মাক্স প্রদান করা হয়।