বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর কিশোরীদের এক দিনের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার আলীপুরে বাংলাদেশ নিউট্রিশন এক্টিভিটি কিশোর কিশোরী ক্ষমতায়ন,পুষ্টি ও ওয়াশ এবং বাল্য বিবাহ বিষয়ক প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ।
মোঃ নাসির উদ্দীন, সিনিয়র শিক্ষক,মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছাইদুর রহমান, সহকারী শিক্ষক, মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, ইনোভিশন কর্মকর্তা মিলটন মন্ডল ও মোসা. জেমি । এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
কর্মশালায় কৈশোরকালীন স্বাস্থ এবং কিশোর কিশোরীদের সমস্যা এবং সমাধানের লক্ষ্যে করণীয় সম্পর্কে দিনব্যাপী আলোচনা করা হয়।