শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন সড়কে রোপনকৃত তালবীজসহ বিভিন্ন ফলজ ও ঔষধী গাছের চারা পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বুধবার সকালে কৃষি মন্ত্রণালয়ের আইসিটি উইং এর সহকারী প্রধান আব্দুস ছালাম খান ও ডেপুটি চীফ (পলিসি) মোঃ আব্দুল জলিল বৃক্ষরোপণ কর্মসূচির প্রকল্প এলাকা পরিদর্শণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপ-সহকারী কৃষি অফিসার সিরাজুল ইসলাম প্রমুখ।