বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি।। মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী ও প্রশাসক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, পটুয়াখালী এর বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পটুয়াখালী মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সরদার আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম, বীর মুক্তিযোদ্ধা আজিজ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন দীর্ঘ সময় পটুয়াখালী জেলায় দায়িত্ব পালনকালে জেলা প্রশাসক সর্বদা মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন। এইজন্য বক্তাগণ বিদায়ী অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারিবারিক জীবনে সুখ ও শান্তি এবং চাকরি জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন বীর মুক্তিযোদ্ধাগণ দেশের সূর্যসন্তান। তিনি বিদায় বেলায় এই সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।