বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বেশ কয়েকদিন ধরে পটুয়াখালীর উপক‚লীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। অতি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। বাংলাদেশের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করেছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কুয়াকাটা ট্যুরিজাম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন’র সিনিয়র সহ সভাপতি হোসাইন আমির বলেন, সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে এসে আছঁড়ে পড়ছে। এর ফলে সৈকতের ব্যাপক বালু ক্ষয় হচ্ছে।
কুয়াকাটা ও আলীপুর মৎস্য আরৎ সমবায় সমিতির সভাপতি মো. অনছার উদ্দিন মোল্লা বলেন, ৬৫ দিনে অবোরত থাকায় সাগরে কোন ট্রলার নাই। বর্তমানে সগর বক্ষ উত্তাল রয়েছে বলে তিনি জানিয়েছেন।