শনিবার, ১০ মে ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
কুয়াকাটায় ভিজিএফের চাল পেলেন ১১০০ জেলে
নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই সোলোগানকে সামনে রেখে গভীর সমুদ্রে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে কুয়াকাটায় ১১শ জেলেদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
জেলেদের মধ্যে মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফের ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে জেলেদের মধ্যে চাল বিতরণ করেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মহাসীন রেজা,ও পৌরসভার সব ওয়ার্ডের কাউন্সিলর এবং গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে মেয়র আনোয়ার হাওলাদার বলেন, গভীর সমুদ্রে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে জাল ফেলে ইলিশ আহরণসহ যেকোনো ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।
এসব জেলেরা যাতে ৬৫ দিন সমুদ্রে না নামেন সেজন্য অনুরোধ তাদের জানান তিনি। একইসঙ্গে সমুদ্রে সরকারি আদেশ অমান্য করে যদি কেউ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন তাহলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।