বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটায় বজ্রপাতে মো. আলমগীর (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কুয়াকাটা সৈকতের মম্বীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার মধ্যে খুব সকালে জোয়ারের পানি থেকে রেনু ধরার জন্য সাগরে যায় আলমগীর। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। মহিপুর থানার অফিসার কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আলমগীরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।