অবৈধ গাড়ীপার্কিং ও মাস্ক না পরার দায়ে ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড
পটুয়াখালী প্রতিনিধি ।। কলাপাড়ায় অবৈধ গাড়ী পার্কিং ও মাস্ক না পরার দায়ে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরের দিকে শেখ কামাল সেতুতে ৫ জনকে এ অর্থদন্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলাপাড়া সহকারী কমিশনার(ভূমি) জগৎ জীবন
মন্ডল। এসময় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুতে ৯ জনকে অবৈধভাবে
রাস্তায় গাড়ী রাখা ও মাস্ক না পরার অপরাধে ৯টি মামলায় ৬,৬০০ টাকা জরিমানা
করা হয়।
কলাপাড়া (ভূমি) সহকারী কমিশনার জগৎ জীবন মন্ডল বলেন, জনসাধারনকে বারবার সচেতন করার পরও বিধি-নিষেধ না মানায় এ জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।